-
সিডনি টেস্টে খেলা হচ্ছে না ওকসের
January 3rd, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
সিডনি, ০৩ জানুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন মাংসপেশির ব্যথার পুনরাবৃত্তি ঘটায় ক্রিস ওকস অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে খেলতে পারবেন না।
ওকস সিরিজ চলাকালীন কঠোর পরিশ্রম করেছেন এবং পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালে ৩৫ মাইল দৌঁড়িয়েছেন। গত মঙ্গলবার পঞ্চম টেস্টের অনুশীলনের সময় তিনি সমস্যা বোধ করেন।
বুধবারে তাকে স্ক্যান করতে পাঠানো হয়। স্ক্যানের ফলাফল পাওয়ার আগেই ইংল্যান্ড ক্রিকেট ম্যানেজমেন্ট তাকে সিডনি টেস্টে না খেলানোর সিদ্ধান্ত নেয়। তার ইনজুরি যাতে খারাপের দিকে না যায় তার জন্যই এ সিদ্ধান্ত। তবে তারা সীমিত ওভারের সিরিজের ওকসের খেলার ব্যাপারে আশাবাদী।
ইংলিশ অধিনায়ক জো-রুট বলেন “আমি মনে করি এটি তার পুরনো ইনজুরি” আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে, দলের গুরুত্বপূর্ণ সময়ে যেন সে দলের বাইরে না থাকে। সে অবশ্যই ওয়ানডে ও টেস্ট উভয় দলের অবিচ্ছেদ্য অংশ। তাই সে যাতে আবার বিপত্তিতে না পড়ে সেদিকে খেয়াল রাখা জরুরি।”
বিডিস্পোর্টস২৪ ডটকম/জেএকে