শিরোনাম
ষষ্ঠ দিনশেষেও শীর্ষে ভারত... ভুটানকে ১০ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় বাংলাদেশের... পুরুষ ও মহিলা হ্যান্ডবলের সেমিতে বাংলাদেশ... ৫ম দিনশেষেও পদক তালিকার শীর্ষে ভারত... শ্রীলংকাকে হারিয়ে ফাইনালের আশা জিইয়ে রাখলো বাংলাদেশ... পুরুষ হ্যান্ডবলে সেমির পথে বাংলাদেশ... ৭ ডিসেম্বর থেকে বিজয় দিবস হকি শুরু... হ্যান্ডবলে নারী দলের হার... এসএ গেমস নারী ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ... এমবাপ্পে-নেইমারের গোলে টানা তৃতীয় জয় পিএসজির...
-
সিদ্দিকবাজার জয় পেয়েছে
January 25th, 2018ক্রীড়া প্রতিবেদক, বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৫ জানুয়ারি : সিদ্দিকবাজার ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাব সাইফ পাওয়ার ব্যাটারী তৃতীয় বিভাগ ফুটবল লিগে জয় পেয়েছে।আজ বৃহস্পতিবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে তারা ২-১ গোলে সিটি ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে।
বিজয়ী দলের রায়হান হোসেন ১৮ মিনিটে ও হাবিবুর রহমান রবিন ৫৬ মিনিটে গোল করেন। ৩৬ মিনিটে বিজিত দলের মো. মুন্না হোসেন একটি গোল পরিশোধ করেন।
এদিকে একই ভেন্যুতে দিনের অপর ম্যাচে ফকিরেরপুল সূর্যতরুন সংঘ ও টাঙ্গাইল ফুটবল একাডেমি একে অপরের সাথে গোল শূন্য ড্র করেছে।
আগামীকাল ২৬ জানুয়ারি শুক্রবার পোনে তিনটায় গুলবাগ আরাফ স্পোর্টিং ক্লাব ও রেইনবো এ্যাথলেটিক ক্লাব মোকাবেলা করবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ