-
সিরিজে সমতা আনলো বাংলাদেশ নারী ক্রিকেট দল
July 25th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
প্রিটোরিয়া, ২৫ জুলাই: দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ইমাার্জিং প্লেয়ার মহিলা দলকে ৪ উইকেটে পরাজিত করে তিন ম্যাচ সিরিজে সমতা এনেছে বাংলাদেশ ইমাার্জিং প্লেয়ার মহিলা দল। প্রথম ম্যাচে স্বাগতিক দলের কাছে ৪৭ রানে হেরেছিল বাংলাদেশ।
স্বাগতিকদের দেয়া ২৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে ৪ উইকেটের জয়ে সিরিজে সমতা আনে সফরকারীরা।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন মুর্শিদা খাতুন। এছাড়া ঋতু মনি ৪২, শায়লা শারমিন ৩১ এবং ফাহিমা খাতুন ২০ রান করে আউট হন। শারমিন সুলতানা ২৪ বলে ২৯ এবং মুশতারি ১৮ বলে ২৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক দল ৯ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করেন ওপেনার সিরি। এছাড়া চেট্টি ৫৬ ও ব্রিটস ৪৫ রান করতে সক্ষম হন।
বাংলাদেশের বোলারদের দাপুটে বোলিংয়ে আর কোনো ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। বাংলাদেশের খাদিজাতুল কুবরা একাই শিকার করেন ৪ উইকেট। এছাড়া ঋতু মনি দুটি এবং নাহিদা আক্তার নেন ১ উইকেট। বাকি দু’টি রান আউট।
আগামি ২৮ জুলাই একই মাঠে তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে