-
সুপার সিক্সে ওয়েস্ট ইন্ডিজ
March 10th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
হারারে, ১০ মার্চ: বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ ‘এ’তে থাকা ওয়েস্ট ইন্ডিজ টানা তিন ম্যাচ জিতে সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছে। আজ তারা ৫২ রানে পরাজিত করেছে আয়ারল্যান্ডকে।
ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬.২ ওভারে ২০৫ রানে আয়ারল্যান্ডের ইনিংস গুটিয়ে গেলে ৫২ রানে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ।
আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন জয়সি। এছাড়া কেভিন ও’ ব্রায়েন ৩৮, নেইল ও’ ব্রায়েন ৩৪, স্টারলিং ১৮, উইলসন ১৮, ডকরেল ১৪ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ ও কেসরিক উইলিয়ামস ৪টি করে এবং জেসন হোল্ডার নেন ২ উইকেট।
এর টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ রভম্যান পাওয়েলের শতরানের সুবাদে ৮ উইকেটে ২৫৮ রান করে। ৭ নম্বরে ব্যাট করতে নেম রভম্যান ক্যারিয়ারের প্রথম শতরান পূর্ণ করেন। ১০০ বলে ৭ চার ও ৭ ছক্কায় ১০১ রান করেন এই ক্যারিবীয় ক্রিকেটার।
এছাড়া অধিনায়ক জেসন হোল্ডার ৫৪ রান করেন। এদিন ষষ্ঠ ফিফটির দেখা পান তিনি। হেটমেয়ার ৩৬ রান করেন। এদিন ব্যাট হতে ব্যর্থতার পরিচয় দেন ওপেনার ক্রিস গেইল। ২৮ বল মোকাবেলায় ১৪ রান করেন তিনি।
আয়ারল্যান্ডের মারতাগ একাই নেন ৫ উইকেট। ম্যাকব্রিন নেন ২ উইকেট।
ম্যাচসেরা হন ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্যাটসম্যান রভম্যান পাওয়েল।
এ ম্যাচ জেতায় ৩ খেলয় ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে ক্যারিবীয়রা। অপরদিকে ৩ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে