-
সেন্ট গ্রেগরি, মিতালী বিদ্যাপীঠ, উত্তর পানগাঁও ও ক্যামব্রিয়ান সেমিফাইনালে
March 4th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৪ মার্চ: আজ থেকে পল্টন আউটার স্টেডিয়াম ময়দানে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১০ বালক স্কুল রাগবি প্রতিযোগিতা। ১৪টি স্কুল দল এ আসরে অংশগ্রহণ করছে।
প্রথম দিনের গ্রুপ পর্বের খেলা শেষে চার গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ক-গ্রুপ থেকে সেন্ট গ্রেগরী স্কুল এন্ড কলেজ, খ- গ্রুপ থেকে মিতালী বিদ্যাপিঠ গ- গ্রুপ থেকে উত্তর পানগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঘ- গ্রুপ ক্যাম্ব্রিয়ান স্কুল এন্ড কলেজ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমির টিকিট পায়।
বৃহস্পতিবার একই মাঠে প্রথম সেমিফাইনালে সকাল ৯.০০টায় মুখোমুখি হবে সেন্ট গ্রেগরীজ স্কুল এন্ড কলেজ ও উত্তর পানগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সকাল ০৯:৩০ দ্বিতীয় সেমিফাইনালে লড়বে মিতালী বিদ্যাপিঠ ও ক্যামব্র্রিয়ান স্কুল এন্ড কলেজ।
বিকেল ৪:৩০টায় পল্টন আউটার স্টেডিয়াম ময়দান ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বি.এস.বি ক্যামব্র্রিয়ান এডুকেশন গ্রুপ এর চেয়ারম্যান লায়ন এম.কে বাশার (পি.এম.জে.এফ)।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে