-
সেন্ট গ্রেগরী ও ক্যামব্রিয়ান স্কুল ফাইনালে
March 5th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৫ মার্চ: অনূর্ধ্ব-১০ বালক স্কুল রাগবির ফাইনালে ওঠেছে সেন্ট গ্রেগরী স্কুল এন্ড কলেজ এবং ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ।
আজ পল্টন ময়দানে প্রথম সেমিফাইনালে সেন্ট গ্রেগরী স্কুল এন্ড কলেজ ১৫-১০ পয়েন্টে উত্তর পানগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে।
একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ ১৫-০০ পয়েন্টে মিতালী বিদ্যাপীঠকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।
শুক্রবার বিকেল ৪টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উত্তর পানগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিতালী বিদ্যাপীঠ পরস্পরের মোকাবেলা করবে এবং ফাইনালে ৪.৩০টায় সেন্ট গ্রেগরী স্কুল এন্ড কলেজ এবং ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ মুখোমুখি হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে