-
সেমিতে ওঠার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-ভারত
January 24th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কুইন্সটাউন, ২৪ জানুয়ারি: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ২৬ জানুয়ারি ভোর ৩-৩০টায় শুরু হবে খেলাটি।
নামিবিয়াকে ৮৭ রানে হারিয়ে এবারের যুব বিশ্বকাপে যাত্রা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিততেও খুব বেশি বেগ পেতে হয়নি বাংলাদেশকে। কানাডাকে ৬৬ রানে পরাজিত করে টাইগার যুবারা। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ। গ্রুপ ‘সি’র রানার্স আপ হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে বাংলাদেশ।
সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত। অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয় পেয়েছে তারা। টুর্নামেন্টের ফেভারিট দল হিসেবেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ভারত।
ইতোমধ্যে অস্ট্রেলিয়া ও পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করেছে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে