-
সেমিফাইনালের লাইন আপ
September 9th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৯ সেপ্টেম্বর: ৭ দলের অংশগ্রহণে গত ৪ সেপ্টেম্বর থেকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয় সাফ চ্যাম্পিয়নশিপের ১২তম আসর। ৭টি দলকে দুই গ্রুপে ভাগ করে গ্রুপ পর্বের খেলা চলে।
আজ গ্রুপ পর্বের খেলা শেষে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
গ্রুপ ‘এ’ থেকে নেপাল চ্যাম্পিয়ন এবং পাকিস্তান রানার্স আপ হিসেবে সেমির টিকিট পায়। অপরদিকে গ্রুপ ‘বি’ থেকে ভারত চ্যাম্পিয়ন এবং মালদ্বীপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে পৌঁছে।
আগামী ১২ সেপ্টেম্বর বুধবার একই দিন হবে দুটি সেমিফাইনাল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪.০০টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নেপাল-মালদ্বীপ এবং একই দিন সন্ধ্যা ৭.৩০টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত-পাকিস্তান।
দুই সেমিফাইনাল বিজয়ী দল আগামী ১৫ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭.০০টায় ফাইনালে মোকাবেলা করবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে