-
সোমবার থেকে বিজয় দিবস কাবাডি শুরু
December 9th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪.কম
ঢাকা, ৯ ডিসেম্বর: মহান বিজয় দিবস কাবাডি (নারী ও পুরুষ) প্রতিযোগিতা ১০ ডিসেম্বর সোমবার থেকে শুরু হচ্ছে।এ আসরে পুরুষ বিভাগে ৭টি এবং মহিলা বিভাগে ৪টি দল অংশ নিচ্ছে।খেলাগুলো কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার পুরুষ বিভাগের ‘ক’ গ্রুপে বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ জেল এবং ‘খ’ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ ফায়ার সার্ভিস প্রতিদ্বন্দ্বিতা করবে।
অপরদিকে মহিলা বিভাগে অংশ নিচ্ছে বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, নড়াইল জেলা এবং গোপালগঞ্জ জেলা।
উদ্বোধন করবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্মসম্পাদক গাজী মো. মোজাম্মেল হক বিপিএম (সেবা), অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ।
উল্লেখ্য, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বিডিস্পোর্টস২৪.কম/এমএ