-
সোমবার দাবার পদক লড়াই
March 11th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ১১ মার্চ ২০১৮: বাংলাদেশ যুব গেমস দাবার তৃতীয় রাউন্ড শেষে অনূর্ধ্ব-১৭ তরুণ গ্রুপে বরিশাল বিভাগের ফিদেমাস্টার মো. মোহাম্মদ ফাহাদ রহমান ও নাইম হক পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে, অনূর্ধ্ব-১৭ তরুণী গ্রুপে ঢাকা বিভাগের কাজী জারিন তাসনিম ও চট্টগ্রাম বিভাগের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে, অনূর্ধ্ব-১৩ বালকে ঢাকা বিভাগের মোর্তুজা মুহতাদি ইসলাম ও সিলেট বিভাগের বিশ্বজিৎ দাস এবং অনূর্ধ্ব-১৩ বালিকা ঢাকা বিভাগের নোশিন আঞ্জুম ও রাজশাহী বিভাগের মাহজাবিন তিশা পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
আজ রোববার ১১ মার্চ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে তৃতীয় রাউন্ডে ফাহাদ মুর্তোজা মাহাথিরকে ও নাইম রিসানকে, জারিন তানজিলাকে, লুবাবা সানজিদাকে, মুহতাদি সাফওয়ানকে, বিশ্বজিৎ নাজমুলকে, নোশিন সাদিয়াকে ও মাইশা রূমাইসাকে পরাজিত করেন।
১২ মার্চ সোমবার সকালে চতুর্থ ও বিকেলে পঞ্চম রাউন্ডের খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ