-
সোয়ানসির মাঠে হেরে গেল লিভারপুল
January 23rd, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
লন্ডন, ২৩ জানুয়ারি : লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার জয়ের পর অবশেষে সোয়ানসি সিটির মাঠে হেরেই গেল। সোমবার রাতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা লিভারপুল ০-১ গোলে পয়েন্ট টেবিলের তলানির দল সোয়ানসি সিটির কাছে পরাজিত হয়েছে। ৪১ মিনিটে জয়সূচক গোল করেন ইংলিশ ডিফেন্ডার অ্যালফি মসন।
লিগে ২৪ ম্যাচে লিভারপুল ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকলেও ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। তবে ১২ পয়েন্ট কম নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দ্বিতীয় স্থানে অবস্থান করছে । ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চেলসি। তবে ৪৫ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম হটস্পার পঞ্চম স্থানে অবস্থান করছে।
লিভারপুল ম্যাচের অধিকাংশ সময় একের পর এক আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি । বরং সোয়ানসি সিটি পাল্টা আক্রমণে ৪১ মিনিটে অল রেডদের কাছ থেকে গোল আদায় করে নেয়। বিরতি থেকে ফিরে লিভারপুর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও গোলের দেখা পাননি সালাহ-ফিরমিনো-মানেরা
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ