-
স্কুল হ্যান্ডবলে সানিডেল এবং ভিকারুন-নিসা নুন স্কুল চ্যাম্পিয়ন
September 25th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৫ সেপ্টেম্বর: ২৫তম স্কুল হ্যান্ডবলে বালক বিভাগে সানিডেল এবং বালিকা বিভাগে ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ শিরোপা অক্ষুণ্ন রেখেছে। সানিডেল এ নিয়ে পরপর দুইবার শিরোপা জয় করলো। অপরদিকে ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ টানা চারবার শিরোপা জয়ের কৃতিত্ব দেখালো। এছাড়া ২৫টি আসরের মধ্যে ১৭টি আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ।
আজ বিকেলে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বালক বিভাগের ফাইনালে সানিডেল ৩২-২১ গোলে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় বালক বিভাগে রানার্স আপ হয়। বিজয়ী দল প্রথমার্ধে ১৩-০৮ গোলে এগিয়ে ছিলো। বিজয়ী দলের পক্ষে বিজয় ৭টি ও ইরফান ৬টি গোল করে এবং বিজিত দলের পক্ষে ইয়াছিন ৬টি ও জোবায়ের ৫টি গোল করে।
এর আগে একই মাঠে দুপুরে বালিকা বিভাগের ফাইনালে ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ ০৯-০১ গোলে স্কলাসটিকা (উত্তরা)কে পরাজিত করে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে স্কলাসটিকা (উত্তরা) বালিকা বিভাগে রানার্স আপ হয়। বিজয়ী দল প্রথমার্ধে ০৪-০০ গোলে এগিয়ে ছিলো। বিজয়ী দলের পক্ষে সাদিয়া আক্তার ৬টি গোল করে এবং বিজিত দলের পক্ষে ঋতুপর্ণা ০১টি গোল করে।
বালক বিভাগে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ২২-১৬ গোলে শহীদ পুলিশ স্মৃতি কলেজকে পরাজিত করে ৩য় স্থান অর্জন করে। দুই দল প্রথমার্ধে ১০-১০ গোলে সমতায় ছিলো। বিজয়ী দলের পক্ষে আরিফিন ফাহিম ৬টি ও ইরফান হোসেন ৪টি গোল করে এবং বিজিত দলের পক্ষে সাইফুল ইসলাম ৫টি ও সফিকুর রহমান ৪টি গোল করে।
বালিকা বিভাগে সানিডেল ০৯-০৩ গোলে শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজকে পরাজিত করে ৩য় স্থান অর্জন করে। বিজয়ী দল প্রথমার্ধে ০৫-০০ গোলে এগিয়ে ছিলো। বিজয়ী দলের পক্ষে সামাহা ৬টি গোল করে এবং বিজিত দলের পক্ষে সাজনিন ২টি গোল করে।
বালক বিভাগে সানিডেল স্কুলের ১০নং জার্সিধারী ইরফান এবং বালিকা বিভাগে ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ-এর ১০নং জার্সিধারী সাদিয়া সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুর রহমান বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ও বালক বিভাগের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম হাবিব। ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক বালক বিভাগের মো: সেলিম মিয়া বাবু এবং বালিকা বিভাগের পারভিন পুতুলসহ ফেডারেশনের অনান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে