শিরোনাম
ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ... মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নারী দল...
-
স্কুল হ্যান্ডবলে স্কলাসটিকা জিতেছে
March 5th, 2018ক্রীড়া প্রতিবেদক, বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ৫ মার্চ ২০১৮ : বাবল গাম অনূর্ধ্ব-১৪ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট আজ সোমবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ষ্টেডিয়ামে বালক বিভাগে স্কলাসটিকা উত্তরা ৭-৩ গোলে স্কলাসটিকা মিরপুরকে, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ১৬-৭ গোলে বি এ এফ শাহীন কলেজকে এবং আইডিয়াল স্কুল এন্ড কলেজ ১৫-৪ গোলে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।এদিকে বালিকা বিভাগে হীড ইন্টারন্যাশনাল ৯-৪ গোলে শহীদ পুলিশ স্মৃতি কলেজকে, শহীদ বীর উত্তম আনোয়ার কলেজ ৬-০ গোলে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে স্কলাসটিকা মিরপুর ৭-৩ গোলে ধানমন্ডি টিউটেরিয়ালকে পরাজিত করে।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ