শিরোনাম
অভিষেকেই আর্চারের ৩ উইকেট: মুম্বাইয়ের সংগ্রহ ১৬৭ রান... ক্লাব কাপ হকির শিরোপা অক্ষুণ্ন ঢাকা আবাহনীর... হায়দরাবাদকে হারিয়ে শীর্ষে চেন্নাই... টস জিতে ব্যাটিংয়ে মুম্বাই... রাইদু-রায়নার অর্ধশতকে ১৮২ রান সংগ্রহ চেন্নাইয়ের... মঙ্গলবার থেকে মাঠে গড়াচ্ছে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল... টস জিতে ফিল্ডিংয়ে হায়দরাবাদ... মন্টে কার্লোর ফাইনালে নাদাল... ডিএল মেথড নিয়ে কার্তিকের ক্ষোভ... চ্যাম্পিয়ন হলে বিশেষ পুরস্কার: প্রীতি জিনতা...
-
স্টার্কের বদলে কেকেআরের অধিনায়ক টম কারান
April 2nd, 2018ক্রীড়া ডেস্ক, বিডিস্পোর্টস২৪ডটকম
মুম্বাই, ২ এপ্রিল, ২০১৮ : অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক ডান পায়ের ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের অধিনায়কত্বে পরিবর্তন এনেছে।কেকেআর ইনজুরিতে পড়া অস্ট্রেলিয়ান স্টার্কের বদলি হিসেবে ইংল্যান্ড পেসার টম কারানকে দলভুক্ত করেছে। শুধু তাই নয়, তার হাতেই দলটির নেতৃত্বও তুলে দিয়েছে।
ইংলিশ কাউন্টি ক্রিকেটে ২০১৪ সালে হোভে সাসেক্সের বিপক্ষে সারের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হওয়া কারান সংক্ষিপ্ত ভার্সনে দারুণ পারফরম্যান্স করে আসছেন।
স্টার্ব ইনজুরির কারণে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান চতুর্থ টেস্ট থেকেও নাম প্রত্যাহার করে নেন।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ