শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
স্টেডিয়ামে সীমিত সংখ্যক দর্শক ফেরানোর কথা ভাবছে বিসিবি
November 10th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকমঢাকা, ১০ নভেম্বর: আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টে সীমিত সংখ্যক দর্শক উপস্থিতির কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী।
বিসিবি চলতি মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
এমন কী এ জন্য ৫টি কর্পোরেট দলও চুড়ান্ত করেছে বোর্ড। দলগুলো হচ্ছে- বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও জেমকন খুলনা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ