-
স্ট্যামফোর্ড ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির জয়
March 17th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৬ মার্চ: ১১তম ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্ত:বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতর দ্বিতীয় দিন শুক্রবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। নিজ নিজ খেলায় জয় পেয়েছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ও সাউথ ইস্ট ইউনিভার্সিটি
মোহাম্মদপুরস্থ ইউল্যাব ক্যাম্পাসের নিজস্ব গ্রাউন্ডে সকাল সাড়ে নয়টায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মুখোমুখি হয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।
টস জিতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাহমুদুল হাসান ৪২ বলে ৬৪ রান করেন। জবাবে খেলতে নেমে ৮ উইকেটে ২০ ওভারে মাত্র ১০৩ রান করে ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটি। ফলে ৭৩ রানে জিতে যায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি।
ম্যাচ সেরা হন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির মাহমুদুল হাসান।
দিনের দ্বিতীয় ম্যাচে সাউথ ইস্ট ইউনিভার্সিটি ৮ উইকেটে হারিয়ে দেয় নর্থ সাউথকে। টসে জিতে নর্থ সাউথ ইস্ট প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৩৫ রানে অলআউট হয় নর্থ সাউথ। জবাবে সাউথ ইস্ট মাত্র ২ উইকেট হারিয়ে ৩৬ রান করলে ৮ উইকেটের সহজ জয় পায় সাউথ ইস্ট।দলের পক্ষে ৫ উইকেট নিয়ে শরীফুল ইসলাম ম্যান অব দ্য ম্যাচ হন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে