-
কোয়ার্টার ফাইনালে গড়ালো স্বাধীনতা কাপ ফুটবল
January 26th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৬ জানুয়ারি: গত ১৬ জানুয়ারি মাঠে গড়ায় স্বাধীনতা কাপ ফুটবলের আসর। এবারের আসরের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে আজ শুক্রবার। চার গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স্ আপ দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
এর মধ্যে গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হিসেবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং রানার্স আপ হিসেবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি কোয়ার্টার ফাইনালে পৌঁছে।
গ্রুপ ‘বি’ থেকে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব গ্রুপ চ্যাম্পিয়ন এবং ব্রাদার্স ইউনিয়ন রানার্স আপ হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
গ্রুপ ‘সি’ থেকে ঢাকা আবাহনী ক্রীড়াচক্র গ্রুপ চ্যাম্পিয়ন ও শেখ রাসেল ক্রীড়াচক্র গ্রুপ রানার্স হয়ে কোয়ার্টারে ওঠে।
গ্রুপ ‘ডি’ থেকে চট্টগ্রাম আবাহনী গ্রুপ চ্যাম্পিয়ন এবং আরামবাগ ক্রীড়া সংঘ গ্রুপ রানার্স আপ হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।
২৭ জানুয়ারি শনিবার বিকেল চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন।
২৮ জানুয়ারি দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
০২ ফেব্রুয়ারি তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও আরামবাগ ক্রীড়া সংঘ
০৩ ফেব্রুয়ারি চতুর্থ কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী ও শেখ রাসেল ক্রীড়াচক্র পরস্পরের মোকাবেলা করবে।
সবগুলো খেলাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল চারটা থেকে শুরু হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে