-
স্বাধীনতা দিবস শরীরগঠনের পুরষ্কার বিতরণ
March 31st, 2018ক্রীড়া প্রতিবেদক, বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ৩১ মার্চ ২০১৮ : ভিআইপি স্পোর্টস এন্ড ফিটনেস স্বাধীনতা দিবস শরীরগঠন প্রতিযোগিতার প্রিজাজিং, চূড়ান্ত পর্ব ও পুরষ্কার বিতরণ আজ ৩১ মার্চ শনিবার এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে শেষ হয়েছে।প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ভিআইপি স্পোর্টস এন্ড ফিটনেসের কর্ণধার মো. মোতালেব খান। এ সময় বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাস উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ৩৮টি ক্লাবের ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ৫৫ কেজি, ৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি ও ৭০+ কেজি দৈহিক ওজন শ্রেণিতে যথাক্রমে প্রথম স্থান অধিকার করেন গ্যালাক্সি জিম-১ ঢাকার মো. সোহান হোসেন, গ্যালাক্সি জিম-২, নারায়ণগঞ্জের নাজিম খান, ওল্ড জিম হেলথ এন্ড ফিটনেস সেন্টার মুন্সীগঞ্জের মিতু চোকদার, নিউ স্টার জিমের আরিফ চৌধুরী অপু ও ফ্লেক্স ফিটনেস ঢাকার হিমেল।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ