-
হংকংকে ৮ উইকেটে হারিয়ে পাকিস্তানের শুভ সূচনা
September 16th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
দুবাই, ১৬ সেপ্টেম্বর: এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটে পরাজিত করে শুভ সূচনা করেছে পাকিস্তান। হংকং-এর করা ১১৬ রানের জবাবে ২৩.৪ ওভারে ২ উইকেটে ১২০ রান স্কোরবোর্ডে জমা করে পাকিস্তান। ফলে ৮ উইকেটে জিতে যায় তারা।
১১৭ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ফখর জামান ও ইমাম-উল-হক ৪১ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ফখর জামান বিদায় নেন ২৪ রানে।
দ্বিতীয় উইকেটে ইমাম-উল-হক ও ওয়ানডাউনে নামা বাবর আজম ৫২ রানের পার্টনারশিপ গড়েন। বাবর আজম করেন ৩৩ রান।
তৃতীয় উইকেটে ইমাম-উল-হক ও শোয়েব মালিক ২০ বল মোকাবেলায় ২৭ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। এদিন ১০ম ম্যাচের ১০ম ইনিংসে এসে ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান পাক ওপেনার ইমাম-উল-হক। ৬৯ বলে তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে গুনে গুনে ৫০ রান করে ইমাম-উল-হক। পাক এই তরুণ ওপেনার আগের ৯ ম্যাচের ৯ ইনিংসে ৪টি শতরান করার কৃতিত্ব দেখান। শোয়েব মালিক ১১ বলে ৯ রানে অপরাজিত থাকেন।
হংকং-এর স্পিনার এহসান খান একাই নেন ২ উইকেট।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে