-
হংকংয়ের বিপক্ষে ২৮৫ রান সংগ্রহ ভারতের
September 18th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
দুবাই, ১৮ সেপ্টেম্বর: এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের শতরানের সুবাদে ৭ উইকেটে ২৮৫ রান করেছে ভারত।
ওপেনার শিখর ধাওয়ান ১২০ বলে ১৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২৭ রান করে আউট হন। আজ ক্যারিয়ারের ১৪তম শতরানের দেখা পান তিনি। এছাড়া মিডল অর্ডার ব্যাটসম্যান আমবাতি রাইদু ৭০ বলে ৩টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৬০ রান করে। এটি তার ক্যারিয়ারের সপ্তম ফিফটি।
অধিনায়ক রোহিত শর্মা ২৩ রান করে বিদায় নেন। দিনেশ কার্তিক ৩৩, কেদার যাদব ২৮ রান করে আউট হন।
মহেন্দ্র সিং ধোনি এবং শার্দুল ঠাকুর কোনো রান না করেই বিদায় নেন।
হংকং বোলারদের মধ্যে কিঞ্চিৎ শাহ ৩৮ রান খরচায় একাই নেন ৩ উইকেট। এছাড়া এহসান খান দুটি এবং এহসান নেওয়াজ এবং আইজাজ খান একটি করে উইকেট নেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে