-
হকি প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় পর্ব শুরু
October 11th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১১ অক্টোবর: আজ থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের হকি প্রশিক্ষণ কার্যক্রম। মোট ৩৭ জন হকি খেলোয়াড় এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করছে।
স্থানীয় কো অর্ডিনেটর আ.ন.ম. মামুন উর রশিদ এশিয়ান হকি ফেডারেশন ও আন্তর্জাতিক হকি ফেডারেশনের দিকনির্দেশনা অনুযায়ী এই কোর্সটি পরিচালনা করবেন।
ইতিপূর্বে প্রথম পর্বে কোরিয়ান হকি কোচ মি. সুনজিং ইয়ো এর অধিনে এ বছরের জানুয়ারি মাসে ঢাকায় হকি কোচেস কোর্স সম্পন্ন করেন এবং একই প্রশিক্ষক ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামে হকি কোচেস কোর্স সম্পন্ন করেন।
এই কার্যক্রম চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব ও বাংলাদেশ অলিম্পিক সলিডারিটি কমিটির সদস্য সচিব মো: আসাদুজ্জামান কোহিনূর, বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদার, সহসভাপতি সাজেদ এ এ আদেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সদস্য জামিল এ নাসের, জাফরুল আহসান বাবুল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে