-
হকি: বালিকায় খুলনা, বালকে রংপুর চ্যাম্পিয়ন
March 14th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৪ মার্চ ২০১৮: বাংলাদেশ যুব গেমস হকিতে বালিকা গ্রুপে খুলনা বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। তবে পিছিয়ে থেকেও বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ।
আজ বুধবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বালিকা শিরোপা লড়াইয়ে খুলনা বিভাগ ৪-১ গোলে ঢাকা বিভাগকে পরাজিত করে। একপেশে ম্যাচে খুলনার পক্ষে অনন্যা বিশ্বাস দু’টি এবং অধিনায়ক নাদিরা ও নমিতা কর্মকার একটি করে গোল করেন। ঢাকার হয়ে একটি গোল শোধ করেন হাবিবা আক্তার বৃষ্টি। ম্যাচসেরা হয়েছেন খুলনার অনন্যা বিশ্বাস। ব্রোঞ্জ জিতেছে রংপুর বিভাগ। রোমানা আক্তার আর শিমু আক্তার সীমার গোলে তারা ২-০ গোলে রাজশাহী বিভাগকে হারিয়েছে।
এদিকে বালক ফাইনালের শুরুতে দুই গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে পারেনি রাজশাহী বিভাগ। উল্টো রংপুর বিভাগ ৪-৩ গোলে ম্যাচ জিতে শিরোপা ঘরে তুলে নেয়। বিজয়ী দলের মোকসেদুর তিনটি ও সুব্রত একটি গোল করেন। একটি করে গোল করেন রাজশাহীর রকিবুল, সারোয়ার মোর্শেদ ও জিসান। ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা বিভাগ। ঢাকার শিহাব হোসেন, মেহেদী হাসান, শফিউল আলম শিশির, সিহাব হোসেন তুহিন ২টি করে গোল করেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ