-
হাঁটুর ইনজুরিতে ৮ সপ্তাহ মাঠের বাইরে ক্রেমার
September 2nd, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
হারারে, ২ সেপ্টেম্বর: হাঁটুর অপারেশনের জন্য জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমারকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এর ফলে সেপ্টেম্বর ও অক্টোবরে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সফরে খেলা হচ্ছে না জিম্বাবুয়ের এই লেগ স্পিনারের।
ডান হাঁটুতে ইনজুরির কারণে গ্রায়েম ক্রেমারের অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দেয়।
জিম্বাবুয়ের ফাস্ট বোলার কাইল জার্ভিস আঙুলের ইনজুরির কারণে খেলা থেকে বিরত রয়েছেন। দলের ফিজিও আনসু মুপোতসিংহ বলেন, কেপটাউনে জার্ভিসের আঙুলে দ্বিতীয় অপারেশনের পর এখন অনেকটা ভালো বোধ করছেন জার্ভিস। তিনি এখন দলের সাথে হালকা বোলিং এবং ব্যাটিং প্র্যাকটিস শুরু করেছেন। আশাকরি তিনি দক্ষিণ আফ্রিকা সফরের আগেই তিনি খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে যাবেন।
আগামী ৩০ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে এবং দুটি টি২০ ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। এরপর বাংলাদেশ সফরে যাবে জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে