-
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়
January 14th, 2021ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকমঢাকা, ১৪ জানুয়ারি: শিরোপা প্রত্যাশী ঢাকা আবাহনী লিমিটেড বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে।
আজ বৃহস্পতিবার হাইতির কেরভেন্স বেলফোর্টের গোলে তারা ১-০ গোলে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধে গোল শূন্য ছিল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলতি মৌসুমের শিরোপা জয়ের মিশনে শক্তিশালী আবাহনী নিজেদের প্রথম ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে পারেনি। তারপরও তারা বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল। আক্রমণ করে খেললেও পুলিশ এফসি তাদের আক্রমণগুলো দৃঢ়তার সাথেই রুখে দিচ্ছিল।
ফলে প্রথমার্ধে আবাহনী গোল আদায় করতে পারেনি। বিরতির পরও সম্ভাব্য সুযোগগুলো হাতছাড়া করছিল। তাদের সাথে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পুলিশ এফসি তুলনামূলকভাবে ভালই খেলছিল। মাঝেমধ্যে আক্রমণও শানাচ্ছিল। তবে তারাও গোলের দেখা পাচ্ছিল না।
তবে ৮৫ মিনিটে গোলের দেখা পায় আবাহনী। রুবেল মিয়ার শট পুলিশ এফসির গোলরক্ষক ঠিকমতো মোকাবিলা করতে না পারায় পোস্টের সামনে দাঁড়িয়ে থাকা বেলফোর্ট বল জালে জড়িয়ে দিয়ে দলকে জয় এনে দেন।
আগামীকালের খেলা
শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড : ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড
সময় : রাত ৮টা
ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামবিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ