-
হাসপাতালে সাকিব
January 27th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৭ জানুয়ারি: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ফিল্ডিং-এর সময় বামে হাতের কনিষ্ঠ আঙুলে চোট পেয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।
৪২তম ওভারে এক্সট্রা কাভার অঞ্চল থেকে দৌঁড়ে এসে বল ধরতে গিয়ে পড়ে যান সাকিব আল হাসান। আর তখনই ঘটে বিপত্তিটা। মাঠ থেকে সরাসরি ড্রেসিংরুমে।
বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, সাকিব চোট পেয়েছেন বাম হাতের কনিষ্ঠ আঙুলে। সাকিবকে দ্রুত নেওয়া হয়েছে অ্যাপোলো হাসপাতালে। দেবাশিষ বলেন, ‘প্রথমে তাঁর এক্স–রে করা হবে। পরে সেলাই দিতে হবে। এই ম্যাচে তার খেলা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।’
সাকিবের ইনজুরিতে ব্যাটিংয়ে ১০ জনের দলে পরিণত হলো বাংলাদেশ। আঙুলে সেলাইয়ের প্রয়োজন পড়লে আগামী ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রাম শুরু হওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সাকিবের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে