-
হাসপাতালে ১ মিলিয়ন ইউরো দান জাভির
April 6th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
মাদ্রিদ, ৬ এপ্রিল: করোনা ভাইরাসে সংক্রমণে কাঁপছে পুরো বিশ্ব। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এরমধ্যেই সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই। ক্রীড়া ব্যক্তিত্বরা বাদ নেই। করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামিল হচ্ছেন সকল ইভেন্টের খেলোয়াড়রা।
এবার সেই তালিকায় যোগ হলেন স্পেন ও বার্সেলোনার সাবেক খেলোয়াড় জাভি। বার্সেলোনার একটি হাসপাতাল ক্লিনিকে স্ত্রী নুরিয়া কুনিয়েরার সাথে এক মিলিয়ন ইউরো দান করেছেন তিনি।
জাভির সহায়তার খবর জানিয়েছে বার্সেলোনাস্থ হাসপাতালটি। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এই দান দেওয়ার জন্য কাতারের ক্লাব আল-সাদের কোচ জাভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে হাসপাতাল।
তারা জানায়, ‘এই পরিস্থিতি সকলকেই এগিয়ে আসা উচিত। জাভিও এগিয়ে এসেছে। তার কাছে আমরা কৃতজ্ঞ।’ বাসস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে