-
হেডিংলি টেস্টে বৃষ্টির বাগড়া, টস জিতে ফিল্ডিং নিয়েছে ইংল্যান্ড
August 22nd, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
হেডিংলি, ২২ আগস্ট: অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ টেস্ট সিরিজের তৃতীয়টিতে অর্থাৎ হেডিংলি টেস্ট বৃষ্টির কবলে পড়েছে। বৃষ্টির কারণে টস করতে এক ঘণ্টা দেরি হয়। বৃষ্টি বন্ধ হওয়ার পর টস হলেও বৃষ্টির কারণে খেলা শুরু করতে পারছেন না আম্পায়াররা।
টস জিতে ফিল্ডিং নিয়েছে ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক জো-রুট জানান, অপরিবর্তিত দল নিয়ে আজ মাঠে নামছে তার দল।
অপরদিকে অস্ট্রেলীয় অধিনায়ক টিম পাইন বলেন, তার দলে পরিবর্তন আনা হয়েছে তিনটি। ওপেনার ক্যামেরন ব্যানক্রফটকে বিশ্রাম দেয়া হয়েছে। তার বদলে আজ উদ্বোধনী জুটিতে ব্যাট হাতে নামবেন মার্কাস হ্যারিস।
এছাড়া পেসার পিটার সিডলের পরিবর্তে আজ খেলবেন জেমস প্যাটিনসন। ইনজুরিতে পড়া নির্ভরযোগ্য ব্যাটসম্যান স্টিভ স্মিথের বদলে ৪ নম্বর ব্যাট হাতে নামবেন মার্নাস লাবুসচাগনি।
দুই দলের খেলোয়াড়রা হলেন:
ইংল্যান্ড: জেসন রয়, ররি বার্নস, জো রুট (অধিনায়ক), জো ডেনলি, বেন স্টোকস, জস বাটলার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), ক্রিস ওকস, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড ও জ্যাক লিচ।
অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, উসমান খাজা, মার্নাস লাবুসচাগনি, ট্রাভিড হেড, ম্যাথু ওয়েড, টিম পাইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), প্যাট কামিন্স, জেমস প্যাটিনসন, জস হ্যাজেলউড ও নাথান লায়ন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে