শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
হেরেই চলেছে অনূর্ধ্ব-২১ নারী হকি দল
August 25th, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৫ আগস্ট: প্রস্তুতিমূলক সিরিজে হেরেই চলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। আজ মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে ভারতের সাই হকি একাডেমি নারী দলের বিপক্ষে প্রস্তুতি সিরিজের চতুর্থ ম্যাচে ৯-৩ গোলের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। ফলে টানা চতুর্থ হারের স্বাদ পেয়েছে তারা।
প্রথমার্ধে ভারতের সাই হকি একাডেমি নারী দল ৪-১ গোলে এগিয়ে ছিলো। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দল ২ গোল শোধ করলেও হজম করে আরও ৫ গোলে। এতে ৯-৩ গোলে হেরে যায় স্বাগতিকরা।
এর আগে প্রথম ম্যাচে ৬-০, দ্বিতীয় ম্যাচে ৬-০ এবং তৃতীয় ম্যাচে ৩-০ গোলের হেরেছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল।
২৬ আগস্ট সন্ধ্যায ৭.০০টায় একই মাঠে ৬ ম্যাচ সিরিজের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে