-
হেরেই চলেছে রিয়াল
July 31st, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
অ্যালিয়েঞ্জ অ্যারেনা (জার্মান): নতুন মৌসুম শুরুর প্রস্তুতি ম্যাচে হেরেই চলেছে রিয়াল মাদ্রিদ। গত শনিবার তারা অ্যাথলেটিকো মাদ্রিদের হাতে বিধ্বস্ত হয়েছে ৭-৩ গোলে। এবার ইংলিশ ক্লাব টটেনহামের কাছেও হারলো লস ব্লাঙ্কোসরা। হ্যারি কেনের গোলে টটেনহ্যাম হটসপার ১-০ ব্যবধানে হারিয়েছে রিয়ালকে।
মঙ্গলবার রাতে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় রিয়াল-টটেনহাম। অডি কাপের সেমিফাইনালের ম্যাচটিতে ২২ মিনিটের সময় স্পার্সদের এগিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।
গোল হজম করে অবশ্য চাঙ্গা হয়ে ওঠে রিয়াল। কিন্তু নির্ধারিত সময়ের শেষ পযর্ন্ত টটেনহামের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি তারা। এই জয়ে আদি কাপের ফাইনালে পা রেখেছে মাউরিসিও পচেত্তিনোর দল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে