-
হেরে গিয়ে শীর্ষ থেকে তৃতীয় স্থানে জিয়া
January 14th, 2018ক্রীড়া প্রতিবেদক :
ভারতের নয়া দিল্লীতে ১৮তম দিল্লী ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় টানা ষষ্ঠ রাউন্ড পর্যন্ত শীর্ষে থাকা সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান আজ শনিবার সপ্তম রাউন্ডে হেরে গিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে এসেছেন।তিনি সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ১৫ জনের সাথে যৌথভাবে তৃতীয় স্থানে অবস্থান করছেন। জিয়া এ ইভেন্টে এক নম্বর সিডেড খেলোয়াড় আজারবাইজানের ২৭০১ রেটিংপ্রাপ্ত গ্র্যান্ডমাস্টার নাইডিসচ আরকাইজের কাছে হেনে যান।
এদিকে তাহসিন তাজওয়ার জিয়া ৩ পয়েন্ট ও মিজানুর রহমান ২ পয়েন্ট সংগ্রহ করেছেন। তবে মো. আবুল কাশেম এখনো পয়েন্টের মুখ দেখেননি।
সপ্তম রাউন্ডে তাহসিন ভারতের অর্নব কুমার মল্লিককে পরাজিত করেন। মিজান ভারতের অর্পন দাসের কাছে ও কাশেম ভারতের অর্জুন ভাস্করের কাছে পরাজিত হয়েছেন।
আগামীকাল রোববার অষ্টম রাউন্ডে জিয়া রাশিয়ার গ্র্যান্ডমাস্টার রোজুম ইভানের বিরুদ্ধে মোকাবেলা করবেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ