-
হোয়াইটওয়াশে ৪ রেটিং কমলো বাংলাদেশের
August 1st, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কলম্বো, ১ আগস্ট: শ্রীলংকার কাছে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ফলে আইসিসি ওয়ানডে র্যাংকিং-এ ৪ রেটিং কমলো টাইগারদের। তবে র্যাংকিং-এ তাদের অবস্থানে কোন পরিবর্তন হয়নি। সপ্তমস্থানেই আছে বাংলাদেশ।
আইসিসি ওয়ানডে র্যাংকিং-এ ৯০ রেটিং নিয়ে সপ্তমস্থানে থেকে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। তবে সিরিজে হোয়াইটওয়াশ হওয়াতে ৪ রেটিং হারিয়েছে টাইগাররা। বর্তমানে তাদের রেটিং ৮৬।
তবে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করতে পারলে ৩ রেটিং বাড়তো বাংলাদেশের। আর ২-১ ব্যবধানে সিরিজ জিতলে রেটিং বা র্যাংকিং-এ কোনো পরিবর্তন হতো না টাইগারদের।
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করাতে র্যাংকিং-এ কোন উন্নতি হয়নি শ্রীলংকার। তবে ৩ রেটিং বেড়েছে তাদের। এখন তাদের রেটিং ৮২। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে শ্রীলংকা ৭৯ রেটিং নিয়ে অষ্টমস্থানে ছিলো।
সিরিজ শেষে বাংলাদেশের নিচেই আছে শ্রীলংকা। রেটিং-এর দিক দিয়েও নিচে আছে লংকানরা। বাংলাদেশের সাথে শ্রীলংকার রেটিং ব্যবধান এখন ৪।
আইসিসি ওয়ানডে র্যাংকিং-এ শীর্ষে আছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছে যথাক্রমে ভারত ও নিউজিল্যান্ড। বাসস।
আইসিসি ওয়ানডে র্যাংকিং :
র্যাংকিং দেশ রেটিং
১ ইংল্যান্ড ১২৫
২ ভারত ১২২
৩ নিউজিল্যান্ড ১১২
৪ অস্ট্রেলিয়া ১১১
৫ দ. আফ্রিকা ১১০
৬ পাকিস্তান ৯৭
৭ বাংলাদেশ ৮৬
৮ শ্রীলংকা ৮২
৯ ওয়েস্ট ইন্ডিজ ৭৭
১০ আফগানিস্তান ৫৯
১১ আয়ারল্যান্ড ৫১
১২ জিম্বাবুয়ে ৪৪
১৩ নেদারল্যান্ডস ৩৭
১৪ স্কটল্যান্ড ৩৬
১৫ নেপাল ১৯
১৬ আরব আমিরাত ১০
১৭ পাপুয়া নিউগিনি ৬বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে