-
হ্যান্ডবলে ময়মনসিংহ ও রাজশাহী সেমিফাইনালে
March 11th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ১১ মার্চ ২০১৮: বাংলাদেশ যুব গেমসের বালিকা বিভাগের হ্যান্ডবলের ‘খ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে ময়মনসিংহ বিভাগ ও রাজশাহী বিভাগ।
আজ রোববার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে ময়মনসিংহ বিভাগ ১৬-১৩ গোলে রংপুর বিভাগকে ও ২০-১৮ গোলে খুলনা বিভাগকে হারিয়েছে। রংপুর-খুলনার ম্যাচে সোমবার চূড়ান্ত হবে গ্রুপের অন্য সেমিফাইনালিস্ট।
আরেক ম্যাচে ঢাকা বিভাগ ২৪-০ গোলে বরিশাল বিভাগকে, রাজশাহী বিভাগ ২২-০ গোলে সিলেট বিভাগকে হারালেও রংপুর বিভাগের বিপক্ষে ঘাম ঝরিয়ে ১৩-১৬ গোলে জিততে হয়েছে ময়মনসিংহ বিভাগকে।
এদিকে বালক বিভাগে খুলনা বিভাগ ১৯-১০ গোলে সিলেট বিভাগকে, চট্টগ্রাম বিভাগ ৩০-৮ গোলে বরিশাল বিভাগকে, রাজশাহী বিভাগ ১৬-৮ গোলে ঢাকা বিভাগকে পরাজিত করে। ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগের ম্যাচটি ১৭-১৭ গোলে ড্র হয়।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ