শিরোনাম
করোনা ভ্যাকসিন নিলেন জেমি ডে... ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ...
-
১ ম্যাচেই রোনালদো পুত্রের ৪ গোল
September 2nd, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
রোম, ২ সেপ্টেম্বর: বাবা ক্রিস্টিয়ানো রোনালদো যেখানে গোলের জন্য হাহাকার করে বেড়াচ্ছেন, সেখানে তারই সন্তান ফুটবল মাঠে এক ম্যাচেই করলেন চার গোল। ফুটবল বিশ্বের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলের কথা বলা হচ্ছে।
ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের (অনূর্ধ্ব-৯) এক ম্যাচে লুসেন্তোর বিপক্ষে চার গোল করেছেন পুলসিনির হয়ে খেলতে নামা ৮ বছর বয়সী রোনালদো জুনিয়র। আর ওই ম্যাচে ৭-১ গোলের জয় পায় রোনালদো জুনিয়রের দল পুলসিনি।
রিয়াল মাদ্রিদ ছেড়ে চলমান মৌসুমে জুভেন্টাসে এসেছেন রোনালদো। সিরি’আ লিগে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে কোনো গোলের দেখা পাননি পর্তুগীজ তারকা ফুটবলার রোনালদো।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে