-
২০ লাখ টাকা জরিমানাসহ ৬ মাস নিষিদ্ধ সাব্বির
January 1st, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ০১ জানুয়ারি: শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার সাব্বির রহমানকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন এই মারকুটে ব্যাটসম্যান। শুধু তাই নয় তাকে ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
সাব্বির এ ধরনের শাস্তি পাওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার। বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় ‘বি’ গ্রেডের অন্তর্ভুক্ত ছিলেন সাব্বির। ২০১৭ সালে তার উপার্জন ছিল ২৪ লাখ টাকা। ২০১৬ সালে বিপিএল চলাকালীন সময়েও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১২ লাখ টাকা জরিমানা দিতে হয়েছিল তাকে।
আজ সোমবার ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাব্বিরের শাস্তির কথা জানান।
গত ২১ ডিসেম্বর জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোপলিসের বিপক্ষে রাজশাহী ডিভিশনের খেলার দ্বিতীয় দিনে এক ভক্তকে আঘাত করেন সাব্বির। এছাড়াও তদন্তের জন্য ডেকে পাঠানো হলে ম্যাচ রেফারির সাথেও বাজে আচরণ করেন তিনি।
কমিটির ভাইস চেয়ারম্যান শেখ সোহেল জানান, সাব্বির তার অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন।
শেখ সোহেল আরো জানান, সাব্বির তার পূর্ববর্তী শাস্তি হতে শিক্ষা নেয়নি। তার শাস্তি নির্ধারণে এ ব্যাপারটি বিবেচনায় আনা হয়েছে। এটিই তার শেষ সুযোগ। যদি সাব্বির পুনরায় এ ধরনের কোনো অন্যায় করে তবে তার উপর পুরোপুরি নিষিদ্ধের খড়গ নেমে আসবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এটিআর