শিরোনাম
ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ... মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নারী দল...
-
২২১ রানে অলআউট শ্রীলংকা
January 27th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৭ জানুয়ারি: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ২২১ রানে অলআউট হয়েছে শ্রীলংকা। ফলে জয়ের জন্য টাইগারদের দরকার ২২২ রান।
মিরপুর শেরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলংকা ৫০ ওভারে ২২১ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৫৬ রান আসে উপল থারাঙ্গার ব্যাট থেকে। এছাড়া দিনেশ চান্দিমাল ৪৫ ও ডিকবেলা ৪২, কুশল মেন্ডিস ২৮ এবং ধনঞ্জয়া ১৭ রান করে আউট হন।
বাংলাদেশের বোলারদের মধ্যে পেসার রুবেল হোসেন একাই শিকার করেন ৪ উইকেট। এছাড়া অপর পেসার মোস্তাফিজুর রহমান নেন ২ উইকেট। এছাড়া মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ সাইফ উদ্দিন একটি করে উইকেট নেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে