-
২৩৩ রানে অলআউট বাংলাদেশ
February 8th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
রাওয়ালপিন্ডি, ৭ ফেব্রুয়ারি: পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন ৮২.৫ ওভার মোকাবেলায় ২৩৩ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে। দলীয় ৩ রানে অভিষিক্ত সাইফ হাসানের বিদায়ে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। অভিষেক টেস্টে ০ রানে বিদায় নেন সাইফ।
পরের ওভারে ওই ৩ রানেই ওপেনার তামিম ইকবাল সাজঘরে ফিরে যান। মাত্র ৩ রান করে তামিম ইকবাল
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। তার ১৪০ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা ছিলো।
এছাড়া নাজমুল হোসেন শান্ত ৪৪, উইকেটরক্ষক লিটন দাস ৩৩, অধিনায়ক মোমিনুল হক ৩০, মাহমুদুল্লাহ রিয়াদ ২৫, তাইজুল ইসলাম ২৪ এবং শূন্য রানে অপরাজিত থাকেন এবাদত হোসেন।
পাক পেসার শাহিন শাহ আফ্রিদি একাই শিকার করেন ৪ উইকেট। মোহাম্মদ আব্বাস ও হারিস সোহেল ২টি করে এবং নাসিম শাহ ১টি উইকেট নেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে