-
২৫তম স্কুল হ্যান্ডবল বৃহস্পতিবার শুরু
September 18th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৮ সেপ্টেম্বর: আগামী ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে ২৫তম বালক ও বালিকা স্কুল হ্যান্ডবল। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
আজ বিকেলে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
তিনি বলেন, এবার বালক বিভাগে ২০টি এবং বালিকা বিভাগে ১৬টি স্কুল অংশগ্রহণ করছে। গত আসরে অংশ নিয়েছিল ৩১টি স্কুল। এবার অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়েছে ৫টি।
বালক বিভাগে গত আসরের চ্যাম্পিয়ন সানিডেল এবং রানার্স আপ সেন্ট গ্রেগরি হাইস্কুল এন্ড কলেজ সরাসরি সুপার লিগে খেলবে। ১৮টি স্কুলকে ৬টি গ্রুপে ভাগ করে গ্রুপ পর্বের খেলা চলবে। ২০-২১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের খেলাশেষে ৬ গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং গত আসরের চ্যাম্পিয়ন ও রানার্স আপ এই ৮ দল সুপার লিগে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর সুপার লিগ এবং সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
২৫ সেপ্টেম্বর তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এছাড়া বালিকা বিভাগের ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। চার গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে খেলবে।
পোলার আইসক্রিম-এর মার্কেটিং ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, টু্র্নামেন্ট কমিটির চেয়ারম্যান (বালক) গোলাম হাবিব, টুর্নামেন্ট কমিটির সম্পাদক (বালক) মো: সেধিলম মিয়া বাবু এবং বালিকা বিভাগের সম্পাদক পারভিন পুতুল এ সময় উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী দলগুলো হলো:
বালক বিভাগ
গ্রুপ-ক: রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও লন্ডন গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল।
গ্রুপ-খ: বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ ও ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ
গ্রুপ—গ: নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও উইলস লিটল ফ্লাওয়ার।
গ্রুপ-ঘ: স্কলাসটিকা (উত্তরা), শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ও সাউথ পয়েন্ট স্কুল।
গ্রুপ-ঙ: শহীদ পুলিশ স্মৃতি কলেজ, রাজধানী আইডিয়াল স্কুল ও ধানমন্ডি টিউটরিয়াল।
গ্রুপ-চ: ঢাকা গভ: মুসলিম হাই স্কুল, হীড ইন্টারন্যাশনাল ও কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ।
সুপার লিগ
গ্রুপ-অ: সানিডেল, খ গ্রুপ চ্যাম্পিয়ন, গ গ্রুপ চ্যাম্পিয়ন ও চ গ্রুপ চ্যাম্পিয়ন।
গ্রুপ-আ: সেন্ট গ্রেগরি হাইস্কুল এন্ড কলেজ, ক গ্রুপ চ্যাম্পিয়ন, ঘ গ্রুপ চ্যাম্পিয়ন ও ঙ গ্রুপ চ্যাম্পিয়ন।
বালিকা বিভাগ
গ্রুপ-ক: ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ, কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ ও সাউথ পয়েন্ট স্কুল।
গ্রুপ-খ: স্কলাসটিকা (উত্তরা), বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং স্কলাসটিকা (মিরপুর),
গ্রুপ-গ: শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ, বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ, গ্রীন হেরাল্ড ও সিদ্ধেশ্বরী গার্লস স্কুল।
গ্রুপ-ঘ: সানিডেল, হীড ইন্টারন্যাশনাল, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ও ধানমন্ডি টিউটরিয়াল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে