-
২৫তম স্কুল হ্যান্ডবল শুরু
September 20th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২০ সেপ্টেম্বর: আজ থেকে শুরু হয়েছে ২৫তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা। আজ দুপুর ১২.০০টায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে “পোলার আইসক্রীম ২৫তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের (বালক ও বালিকা) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড: শ্রী বীরেন শিকদার এম.পি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন।
বিশেষ অতিথি ছিলেন শাহ মাসুদ ইমাম, সিওও, ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বালক বিভাগের জনাব গোলাম হাবিব, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক বালক বিভাগের জনাব মো: সেলিম মিয়া বাবু এবং বালিকা বিভাগের পারভিন পুতুল সহ ফডারেশনের অনান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এবারের প্রতিযোগিতায় বালক বিভাগে ২০টি স্কুল এবং বালিকা বিভাগে ১৬টি স্কুল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী খেলায় বালিকা বিভাগে স্কলাসটিকা (উত্তরা) ০৮-০০ গোলে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০৫-০০ গোলে এগিয়ে ছিল।
এছাড়া বালিকা বিভাগের অন্যান্য খেলায় ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ ১৭-০০ গোলে সাউথ পয়েন্ট স্কুলকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০৭-০০ গোলে এগিয়ে ছিল।
কদমতলা পুর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ ০৩-০১ গোলে শহীদ রমিজ উউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। প্রথমার্ধে দুই দল ০১-০১ গোলে সমতায় ছিল।
স্কলাসটিকা (উত্তরা) ০৫-০১ গোলে স্কলাসটিকা (মিরপুর)কে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০২-০১ গোলে এগিয়ে ছিল।
মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ০২-০১ গোলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০১-০০ গোলে এগিয়ে ছিল।
শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ ০৬-০০ গোলে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০৩-০০ গোলে এগিয়ে ছিল।
সানিডেল ১১-০০ গোলে ধানমন্ডি টিউটরিয়ালকে পরাজিত করেছে। বিজয়ী দল প্রথমার্ধে ০৬-০০ গোলে এগিয়ে ছিল।
শহীদ পুলিশ স্মৃতি কলেজ ০৬-০৩ গোলে হীড ইন্টারন্যাশনালকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০২-০১ গোলে এগিয়ে ছিল।
খেলায় ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ ১১-০০ গোলে কদমতলা পুর্ব বাসাবো স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০৬-০০ গোলে এগিয়ে ছিল।
শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ০৭-০০ গোলে সাউথ পয়েন্ট স্কুলকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০৩-০০ গোলে এগিয়ে ছিল।
হীড ইন্টারন্যাশনাল ০৩-০২ গোলে ধানমন্ডি টিউটরিয়ালকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০১-০০ গোলে এগিয়ে ছিল।
বালক বিভাগের খেলায় আইডিয়াল স্কুল এন্ড কলেজ ১৪-১০ গোলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০৭-০৫ গোলে এগিয়ে ছিল।
ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ ০৪-০৩ গোলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। প্রথমার্ধে দুই দল ০২-০২ গোলে সমতায় ছিল।
রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ১৭-০০ গোলে লন্ডন গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০৭-০০ গোলে এগিয়ে ছিল।
শহীদ পুলিশ স্মৃতি কলেজ ১৭-০১ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ০৭-০১ গোলে এগিয়ে ছিল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে