-
২৭ জুলাই আয়ারল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল
July 21st, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২১ জুলাই: নিজেদের মাটিতে শ্রীলঙ্কা ‘এ’দলের বিপক্ষে তিনটি চারদিনের ম্যাচ খেলার পর বাংলাদেশ ‘এ’ দল খেলছে ওয়ানডে সিরিজ। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজ ১-১ সমতা বিরাজ করছে। ফলে আগামীকাল রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ওয়ানডে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে দুই দলের জন্য সিরিজ নির্ধারণী ম্যাচে। এই ম্যাচের পর শ্রীলংকা ‘এ’ দল ফিরে যাবে নিজ দেশে। আর বাংলাদেশ ‘এ’ দল নেবে আয়ারল্যান্ড সফরের প্রস্তুতি।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচের টি২০ সিরিজ বাংলাদেশ ‘এ’ দল আয়ারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে আগামী ২৭ জুলাই। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান শনিবার এ তথ্য জানান।
আয়ারল্যান্ড থেকে দেশে ফিরে কয়েকদিনের বিশ্রাম শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ‘এ’ দলের।
লঙ্কানদের বিপক্ষে চার দিনের ম্যাচ ও ওয়ানডে সিরিজে ঘুরিয়ে-ফিরিয়ে প্রায় ২০ জনেরও বেশি ক্রিকেটারকে খেলার সুযোগ দিয়েছেন নির্বাচকরা। ওয়ানডে দলে সবশেষ অন্তর্ভুক্তি সোহাগ গাজী। এ অফস্পিনার ২০১৫ সালে বাংলাদেশ দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে