-
২৮ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো
September 8th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পো্র্টস২৪ ডটকম
মাদ্রিদ, ৮ সেপ্টেম্বর: আগামী ২৮ অক্টোবর ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হবে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার এবারের মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো। লা লিগা সভাপতি জেভিয়ার টেবাস এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় বিকেল সোয়া চারটায় ম্যাচটি শুরু হবে। ক্রিস্টিয়ানো রোনালদো মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেবার পরে এই প্রথম দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের মোকাবেলা করবে। ঐ ম্যাচের আগে চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ সান্টিয়াগো বার্নাব্যুতে ভিক্টোরিয়া প্লেজেন ও বার্সা ঘরের মাঠে ইন্টার মিলানের মোকাবেলা করবে।
সর্বশেষ মে মাসে বার্সেলোনা মাদ্রিদকে আতিথেয়তা দিয়েছিল। এর এক সপ্তাহ পরে দিপোর্তিভো লা করুনাকে ৪-২ গোলে হারিয়ে লা লিগা শিরোপা নিশ্চিত করেছিল কাতালান জায়ান্টরা।
বার্সা ও মাদ্রিদ দুই দলই এবারের লিগে তিনটি করে জয় নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। বাসস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে