শিরোনাম
করোনা ভ্যাকসিন নিলেন জেমি ডে... ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ...
-
২৮ পদকের ফয়সালা রোববার
March 10th, 2018ক্রীড়া প্রতিবেদকবিডিস্পোর্টস২৪ডটকমঢাকা, ১০ মার্চ ২০১৮ : বাংলাদেশ যুব গেমসের পদক লড়াই রোবরার থেকে জমে উঠতে শুরু করবে। ১১১৪টি পদকের জন্য লড়বেন ২৬২০ ক্রীড়াবিদ। সেই যুদ্ধের ২৮টি ইভেন্টেরই ফয়সালা হতে যাচ্ছে রোববার। তৃণমূল থেকে উঠা আসা কোন ক্রীড়াবিদরা পদকে চুম্বন খাবেন সেটাই এখন দেখার পালা। রোববার তরুণ ও তরুণীদের মধ্যে চারিটি ডিসিপ্লিনের পদক নিস্পত্তি হচ্ছে। এগুলো হচ্ছে শ্যুটিং, সাঁতার, জুডো ও টেবিল-টেনিস।শ্যুটিংয়ের ইভেন্টগুলোর মধ্যে রয়েছে তরুণ ও তরুণী বিভাগে ১৭৭ ওপেন সাইট এয়ার রাইফেল, তরুণ-তরুণী বিভাগে ১৭৭ ওপেন এয়ার রাইফেল, তরুণ-তরুণী বিভাগে এয়ার পিস্তল।সাঁতার ডিসিপ্লিনে তরুণ ও তরুণীদের মধ্যে মোট ৮টি ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হচ্ছে-৫০মিটার ফ্রি-স্টাইল, ৫০মিটার ব্যাক স্ট্রোক, ৫০মিটার বেস্টস্ট্রোক ও ১০০ মিটার ফ্রি-স্টাইল।জুডো ডিসিপ্লিনে সবচেয়ে বেশি ইভেন্টের ফাইনাল নিস্পত্তি হচ্ছে। তরুণ ইভেন্ট : -৪৫, -৫০, -৫৫, -৬০, -৬৬, -৭৩ কেজি। তরুণী ইভেন্ট : -৪৪, -৪৮, -৫২, -৫৭। তরুণী ইভেন্ট -৪৪, -৪৮, -৫২, -৫৭ কেজি।টেবিল- টেনিসের চারটি ইভেন্টের পদক নিষ্পত্তি হয়ে যাচ্ছে। তরুণ একক,তরুণী একক, তরুণ দলগত, তরুণী দলগত।এদিন আরো অনেকগুলো ডিসিপ্লিনের খেলা অনুষ্ঠিত হবে। ডিসিপ্লিনগুলো হচ্ছে উশু, রেসলিং, বাস্কেটবল, স্কোয়াশ, তায়কোয়ানডো, হ্যান্ডবল, বক্সিং, বক্সিং, ফুটবল, দাবা, কাবাডি, আরচ্যারি, ভলিবল ও হকি।বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ