-
২ কোটি রুপিতে সাকিব হায়দরাবাদে
January 27th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৭ জানুয়ারি: আজ থেকে বেঙ্গলুরুতে শুরু হয়েছে ১১তম আইপিএলের নিলাম। নিলামে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২ কোটি রুপিতে বিক্রি হয়েছেন। তাকে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ২০১১ সাল থেকে সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে আসছেন। কলকাতা সাকিবকে ছেড়ে দেয়ায় নিলামে ওঠেন সাকিব।
এখন পর্যন্ত সর্বাধিক দাম ওঠেছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের ১২ কোটি ৫০ লাখে তাকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। এছাড়া রাজস্থান রয়্যাস ৪ কোটি রুপিতে কিনেছে আজিঙ্কা রাহানেকে।
এছাড়া ৫ কোটি ২০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ কিনে নিয়েছে ভারতের ওপেনার শিখর ধাওয়ানকে। এছাড়া রবিচন্দ্রন অশ্বিনকে ৭ কোটি ৬০ লাখ রুপিতে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব।
মুম্বাই ইন্ডিয়ান্স কিরন পোলার্ডকে নিয়েছে ৫ কোটি ৪০ লাখ রুপিতে।
অসি পেসার মিচেল স্টার্কের দাম উঠেছে ৯ কোটি ৪০ লাখ রুপি। তিনি খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
গ্লেন ম্যাক্সওয়েলকে ৯ কোটি রুপিতে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস।
সাকিবের মতো কলকাতা নাইট রাইডার্স ছেড়েছেন গৌতম গম্ভীরও। ২ কোটি ৮০ লাখে দিল্লি ডেয়ারডেভিলসে এবার খেলবেন কলকাতার সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর।
এবারের আইপিএলের নিলামে অবিক্রিত রয়েছেন ক্যারিবীয় মারকুটে ওপেনার ক্রিস গেইল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে