-
২ মাসব্যাপী আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্প কাল শুরু
July 31st, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৩১ জুলাই: প্রথমবারের মত ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্ট-এর আওতায় তীর আরচ্যারী প্রতিভা অন্বেষণ কর্মসূচির চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ ক্যাম্প আগামীকাল বুধবার থেকে গাজীপুরের টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে শুরু হচ্ছে।
১২টি জেলা থেকে নির্বাচিত ২ জন করে আরচ্যার নিয়ে ২০ দিন করে ৩ ধাপে ৬০ দিনব্যাপী এই আবাসিক ক্যাম্প পরিচালিত হবে। চুয়াডাঙ্গা জেলা থেকে একজন নির্বাচিত হওয়ায় প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারীর সংখ্যা মোট ২৩ জন।
উক্ত প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে ১ম ধাপে মোহাম্মদ রফিক ও সাইফ দোহা, ২য় ধাপে সুকান্ত কুমার বিশ্বাস ও সুজাবত আলী এবং ৩য় ধাপে মোহাম্মদ নূরে আলম ও আবু সাঈদ ভূইয়া দায়িত্ব পালন করবেন এবং প্রশিক্ষণ ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন মার্টিন ফ্রেডারিক।
আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের জন্য আরচ্যারদের নামের তালিকা:
মো: জান্নাতুল ইসলাম খান ও আনজুমান খাতুন (ফরিদপুর), মো: আসমাউল হুসনা তমাল (চুয়াডাঙ্গা), মো: রিফাত উজ্জামান অভয় ও মোসা: নুপুর (রাজশাহী), সৌরভ রায় ও ইরিন জামান (নীলফামারী), মো: আশিকুর রহমান সিফাত ও বিজলী পাহান (জয়পুরহাট), মো: আবু সুফিয়ান প্রান্ত ও মোছা: সুরভী আক্তার ইতি (দিনাজপুর), উ অং শিং মারমা, নওশাদ জাহান (চট্টগ্রাম), মো: ইসরুল শেখ ও মিন্নি খানম (গোপালগঞ্জ), মো: রমজান শেখ ও মোছাম্মৎ নাভিলা আক্তার (বাগেরহাট), অংম্রাসিং মারমা ও উসাইমে মারমা (বান্দরবান), মো: রাহাত শেখ ও ময়না খাতুন (নড়াইল), মো: ইমরান হোসেন ও শিমু আক্তার (ঢাকা)। বিজ্ঞপ্তি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে