-
২ ম্যাচ নিষিদ্ধ চান্দিমাল
March 11th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কলম্বো, ১১ মার্চ: স্লো ওভার রেটের কারণে লঙ্কান ক্রিকেট দলের অধিনায়ক দিনেশ চান্দিমালকে ২ ম্যাচ নিষিদ্ধ করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ফলে নিদাহাস ট্রফির রাউন্ড রবিন লিগের পরর্বতী দুই ম্যাচে খেলতে পারছেন না দিনেশ চান্দিমাল।
গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার কম বল করার কারণে দুই ম্যাচ নিষিদ্ধের কবলে পড়েন চান্দিমাল।
এছাড়া লঙ্কান দলের প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফি’র ৬০ শতাংশ জরিমানা গুনতে হবে।
দিনেশ চান্দিমালের বদলে অলরাউন্ডার থিসারা পেরেরা শ্রীলংকার অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
আইসিসির কোড অব কনডাক্ট অনুযায়ী নির্ধারিত সময়ে দুই ওভার কম বল করলে “মাইনর ওভার রেট অফেন্স” আর দুই ওভারের বেশি কম বল করলে “সিরিয়াস ওভার রেট অফেন্স” ধরা হয়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার বল কম করায় “সিরিয়াস ওভার রেট অফেন্স”-এর আওতায় লঙ্কান অধিনায়ক ২ সাসপেনশন পয়েন্ট লাভ করেন। এতে করে এক টেস্ট, দুই ওয়ানডে এবং দুই টি-২০ ম্যাচে নিষিদ্ধের আওতায় পড়েন চান্দিমাল। সামনে যেহেতু টি-২০ ম্যাচ সেজন্য পরবর্তী দুটি টি-২০ ম্যাচে নিষিদ্ধ হন চান্দিমাল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে