-
৫০০ গোলের মাইলফলকে ইব্রাহিমোভিচ
September 16th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
লস অ্যাঞ্জেলস, ১৬ সেপ্টেম্বর: এমএলএস চ্যাম্পিয়ন টরেন্টোর বিপক্ষে শনিবার দারুণ এক রেকর্ড গড়েছেন এলএ গ্যালাক্সির সুইডিশ তারকা জ্লাটান ইব্রাহিমোভিচ। ক্যারিয়ারে ৫০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন ইব্রা।
৩৬ বছর বয়সী এই সুপারস্টার ৪৩ মিনিটে অদ্ভুত এক গোলের মাধ্যমে এই মাইলফলক স্পর্শ করেন। ডি বক্সের ভিতর জনাথন ডস সান্তোসের পাঠানো বলে রাউন্ডহাউজ কিকে ইব্রা বল জালে প্রবেশ করান। এর আগে ক্লাব ও জাতীয় দলের ক্যারিয়ারে ৫০০ গোলের রেকর্ড স্পর্শ করেছেন জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও বার্সা তারকা লিওনেল মেসি। তৃতীয় খেলোয়াড় হিসেবে ইব্রা এই মাইলফলকে নিজের নাম যোগ করলেন। প্রথমে ৩-০ গোলে পিছিয়ে পড়ে তিনটি গোল পরিশোধ করে দারুনভাবে ম্যাচে ফিরে এসেছিল গ্যালাক্সি। কিন্তু শেষ পর্যন্ত আরো দুই গোলে এগিয়ে যায় টরোন্টো।
এর মাধ্যমে এবারের মৌসুমে গ্যালাক্সির হয়ে ১৭টি গোল করলেন ইব্রা। সুইডেনের হয়ে ১১৬ ম্যাচে করেছেন সর্বকালের সর্বোচ্চ ৬২টি গোল। সুইডেনের মালমোর হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করার পর ইব্রাহিমোভিচ ডাচ জায়ান্ট আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, প্যারিস সেইন্ট-জার্মেই ও ম্যান ইউ’র হয়ে মাঠে নেমেছেন। পিএসজির জার্সি গায়ে সর্বোচ্চ ১৫৬ গোলের রেকর্ড গড়লেও জানুয়ারিতে এডিনসন কাভানি তার রেকর্ড ভঙ্গ করেছেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে