-
৬ হাজার রানের ক্লাবে মুশফিকুর রহীম
July 28th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কলম্বো, ২৮ জুলাই: ওয়ানডে ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের ক্লাবে নিজের নাম লিখিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-কাম-ব্যাটসম্যান মুশফিকুর রহীম।
আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ক্যারিয়ারের ২১৫তম ম্যাচে ব্যাট হাতে নামের আগে ওয়ানডেতে তার সংগ্রহ ছিল মোট ৫৯৯২ রান। অর্থাৎ ৬ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ৮ রান দূরে ছিলেন তিনি।
আজ চতুর্থ নম্বরে ব্যাট করতে নেমে লঙ্কান বোলার আকিলা ধনঞ্জয়ার প্রথম ওভারের চতুর্থ বলটি স্কয়ার লেগ অঞ্চলে ঠেলে দিয়ে ১ রান নেয়ার মধ্য দিয়ে ৬ হাজার রানের ক্লাবে নিজের নাম লেখান মুশফিকুর রহীম।
মুশফিকুর রহীম হচ্ছেন ৬ হাজার রান করা বিশ্বের ৬১তম ব্যাটসম্যান। আর বাংলাদেশিদের মধ্যে তৃতীয়। মুশফিকুর রহীমের আগে বাংলাদেশের তামিম ইকবাল ও সাকিব আল হাসান ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
ওয়ানডেতে সেঞ্চুরি রয়েছে ৭টি আর হাফ সেঞ্চুরি ৩৭টি। তার সর্বোচ্চ সংগ্রহ ১৪৪ রান। গড় ৩৬.২৮।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে