-
৭ম সার্ভিসেস কুস্তির প্রথম দিনে লাকী, শারমিন, ফরিদা ও শ্রাবণীর স্বর্ণ জয়
September 18th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৮ সেপ্টেম্বর: আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে দুইদিনব্যাপী “৭ম সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা-২০১৮”। বিকেলে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোজাফফর হোসেন পল্টু।
ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, যুগ্ম সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ ও বাংলাদেশ আনসারের ক্রীড়া অফিসার মো: রায়হান উদ্দিন ফকিরসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে মেয়েদের ৬৫ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জেতেন আনসার দলের লাকী, ৫৯ কেজিতে স্বর্ণ পান সেনাবাহিনী দলের শারমিন, ৫০ কেজিতে স্বর্ণ পেয়েছেন সেনাবাহিনী দলের ফরিদা পারভীন এবং ৭৬ কেজিতে স্বর্ণ জিতে নেন আনসার দলের শ্রাবণী।
পুরুষ ও মহিলা বিভাগে মোট ২০টি ওজন শ্রেণীতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার দল থেকে সর্বমোট ২০০ জন কুস্তিগীর অংশগ্রহণ করছেন।
আগামীকাল বুধবার বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিজ্ঞপ্তি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে