-
৭ এপ্রিল মাঠে গড়াচ্ছে আইপিএল
January 22nd, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ভারত, ২৩ জানুয়ারি : জমকালো আয়োজনের মধ্য দিয়ে আগামী ৬ এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর্দা উঠতে যাচ্ছে। তবে এর পর দিন ৭ এপ্রিল থেকে চার-ছক্কার ধুমধারাক্কার এ লিগ মাঠে গড়াবে।এ বছর আইপিএলের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ মুম্বাইয়ের ওয়াঙখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এদিকে আসছে ২৭ ও ২৮ জানুয়ারি বেঙ্গালুরুতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে ৩৬০ ভারতীয় প্লেয়ারসহ মোট ৫২০ খেলোয়াড় অংশ নেবেন। এর মধ্যে ৬জন বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন।
আইপিএলের এ আসরে ম্যাচের সময়ে পরিবর্তন এসেছে। গত আইপিএলে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৮টায় ম্যাচ শুরুর সময় ছিল। এবার আইপিএলের প্রথম ম্যাচটি শুরু হবে ৬টায়। অন্যদিকে দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
এ বছর আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব ঘরের মাঠে ৪টি ম্যাচ খেলবে। মোহালিতেই হবে তাদের ৪ ম্যাচ। বাকি ৩টি হবে ইন্দোরে। টানা ২ বছর নির্বাসনে থাকার পর এবার রাজস্থান রয়্যালস আইপিএলে ফিরছে। হোম গ্রাউন্ডে তাদের ক’টি ম্যাচ হবে তা ২৪ জানুয়ারির পর ঠিক হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ