-
৮ উইকেটের বড় হার বাংলাদেশ নারী ‘এ’ দলের
October 4th, 2019স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
চট্টগ্রাম, ৪ অক্টোবর: নিজেদের মাটিতে ভারত নারী ‘এ’ দলের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ নারী ‘এ’ দল।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১০৪ রান করতে সক্ষম হয় বাংলাদেশ নারী ‘এ’ দল।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৭ রান করে করেন নিগার সুলতানা ও ফাহিমা খাতুন। এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ছাড়া দুই অঙ্কের দেখা পেয়েছেন কেবল মুর্শিদা খাতুন ও ফারজানা হক। দু’জনের ব্যাট থেকে এসেছে ১০ রান করে।
ভারতের সুশ্রী দিব্যদর্শিনী ও টিপি কানওয়ার তিনটি করে এবং তনুশ্রী সরকার নেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে সফরকারী দলের ওপেনার নুজহাত পারভীনের অপরাজিত ৫১ রানের ইনিংসের ওপর ভর করে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে ভারত নারী ‘এ’ দল। তনুশ্রী করেন ২৯ রান।
স্বাগতিক দলের রুমানা ও শায়লা একটি করে উইকেট নেন।
আগামী রোববার (৬ অক্টোবর) একই ভেন্যুতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামবে বাংলাদেশ।