-
৯ ম্যাচ নিষিদ্ধ ক্লেডন
October 2nd, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
লন্ডন, ২ অক্টোবর: ইংল্যান্ডের কাউন্টি টুর্নামেন্ট বব উইলস ট্রফিতে একটি ম্যাচে বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে ৯ ম্যাচ নিষিদ্ধ সাসেক্সের অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার মিচ ক্লেডন। গত ২২ আগস্ট মিডলসেক্সের বিপক্ষে ম্যাচে নিয়ম ভাঙেন সাসেক্সের ক্লেডন।
ঐ ম্যাচের পর তদন্ত করে ক্লেডনকে নয় ম্যাচ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এক বিবৃতিতে ইসিবি জানায়, ‘মিডেলসেক্সের বিপক্ষে ম্যাচে বলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন ক্লেডন। আচরণবিধির ৩ দশমিক ৩ এবং ৩ দশমিক ৭ ধারা ভঙ্গের অপরাধে ক্লেডনকে ৯ ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।’
এখন পর্যন্ত ১১২টি প্রথম শ্রেণীর ম্যাচে ৩১০টি ও লিষ্ট ‘এ’ ক্রিকেটে ১৩৮টি উইকেট নিয়েছেন ৩৭ বছর বয়সী ক্লেডন। তবে জাতীয় দলের হয়ে খেলার সৌভাগ্য হয়নি তার।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে